মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
আঞ্চলিক ভাষা শুধু কথার মাধ্যম নয়, এটি একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। এ ভাষা হারিয়ে গেলে হারিয়ে যাবে একটি প্রজন্মের স্মৃতি ও শেকড়। এমন মন্তব্য করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল মজিদ।
শনিবার দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়নে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক আসিফ কাজল এবং সঞ্চালনায় ছিলেন বিহঙ্গ নাট্যগোষ্ঠীর পরিচালক শাহিনুর আলম লিটন।
অনুষ্ঠানে মানবাধিকার, সাংবাদিকতা, সংস্কৃতি, ভাষা ও বিভিন্ন পেশায় অবদান রাখা জেলার বিশিষ্টজনদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসী প্রতিষ্ঠাতা তরিকুল ইসলাম মিঠু, চিত্রনায়ক নীরব হোসেন, খলনায়ক আশরাফুল হক ডন, কৌতুক অভিনেতা কাজল, পরিচালক হাসান জাহাঙ্গীরসহ আরও অনেকে।
ভিসি ড. মজিদ বলেন,আঞ্চলিক ভাষায় সাহিত্য, কবিতা, নাটক ও সংগীতের মাধ্যমে ভাষাকে জীবন্ত রাখতে হবে। পাশাপাশি শব্দভাণ্ডার ও প্রবাদ ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করে প্রজন্মান্তরে পৌঁছে দিতে হবে।
সভাপতির বক্তব্যে আসিফ কাজল বলেন, এই ভাষাই আমাদের আত্মপরিচয়। এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্য হারাবে।
অনুষ্ঠান শেষে সম্মাননা হিসেবে জেলার বিশিষ্টজনদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
Leave a Reply