মোঃমোস্তাফিজুর রহমান
দৈনিক মাতৃজগত
স্টাফ রিপোর্টার
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
দিনাজপুর জেলা বিরল উপজেলা কালিয়াগঞ্জ বডার ১০ মে, ২০২৫ : ভারত থেকে কাজ করে দেশে ফিরে আসার সময় ইন্ডিয়ার বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর হাতে আটক ৯ বাংলাদেশি শ্রমিককে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টায় দিনাজপুর ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির অধিনায়ক লে.কর্নেল. মঈন আহমেদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ টায় আটককৃত ৯ জনকে জেলার বিরল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছন।
Leave a Reply