মোঃআনোয়ারুল ইসলাম অপূর্বঃস্টাফ রিপোর্টারঃলালমনিরহাট।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কৈমারীতে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল, আর সেই বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আছিয়া বেগম (৮০)নামে এক বৃদ্ধা নিহত হয়েছে, এবং আহত হয়েছে তিনজন।উক্ত ঘটনায় পুলিশ এবং স্থানীয়া জানান যে, আছিয়া বেগমের সঙ্গে তার ভাতিজা রেজাউলের দীর্ঘদিন ধরে এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল। ২৬শে জুলাই রোজ শনিবার সকালে, সেই জমিতে চাষাবাদ করতে গেলে, দু"পক্ষের মধ্যে এক পর্যায়ে তর্ক বিতর্ক শুরু হয় এবং এই তর্ক বিতর্কে এক রক্ত ক্ষয়ী সংঘর্ষে পরিনত হয়, এসময় সেই ঘটনাস্থলে আছিয়া বেগম (৮০) নিহত হয়।এই বিষয়ে আদিতমারী থাবার অফিসার ইনচার্জ মোঃআকবর আলী জানান, আহতদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং নিহতের মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এবং ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।