স্টাফ রিপোর্টার ফয়জুললা স্বাধীন
তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ঢাকা-১৪ আসনের রূপনগর এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক ও ২০১৮ সালের বিএনপি মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজু।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রূপনগর আবাসিক এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এ সিদ্দিক সাজু বলেন,
“জিয়া পরিবারের দল বিএনপি- এ দেশের সাধারণ মানুষের দল। আমরা সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। রূপনগর এলাকার মানুষ আপনাদের সমস্যার তালিকা তৈরি করুন— বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আপনাদের প্রতিটি সমস্যার সমাধান করা হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে মিরপুরের মানুষের জীবনমান উন্নয়নে স্কুল, কলেজ ও ৫০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।”
সভায় সভাপতিত্ব করেন জনকল্যাণ সমিতি, রূপনগর আবাসিক এলাকার উপদেষ্টা ফিরোজুল আহসান এবং সার্বিক পরিচালনা করেন পল্লবী থানা ছাত্রদলের সাবেক নেতা হাসান ফয়েজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাঞ্চ -১ ফরহাদ হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নওয়াব আলী, সাবেক সভাপতি যুবরাজ, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শমসের আলী জিয়া, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. রাজীব আহম্মেদ, মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাঁশার ভূঁইয়া, শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান দেওয়ান, দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া, যুগ্ম আহ্বায়ক মোস্তফা বেপারী, মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আক্তার পলাশ, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ শামীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিরাজ, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর আবু বক্কর সিদ্দিক মাকসুদ, ৯৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফছার আলম খান সেলিম, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ শামীম, বর্তমান যুগ্ম আহ্বায়ক খোকন, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কে,এম, ইয়াহিয়া সামী, শাহ্আলী থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম রায়হান, শাহ্আলী থানা শ্রমিকদলের আহ্বায়ক মাভেল ভূইয়া, শাহ্আলী থানা কৃষক দলের সদস্য সচিব লিটন কাজী, শাহ্আলী থানা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মাসুদ রহমান মাসুদ, রূপনগর থানা বিএনপি নেতা ইউসুফ মাদবর, শ্রমিক দলের রুহুল আমিন, মোশাররফ, বীথী বেগম, দারুস সালাম থানা বিএনপি নেতা এস,এম, তামজীদ হোসেন, দারুস সালাম থানা যুবদল নেতা সাব্বির হোসেন রানা অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় রূপনগরকে একটি আধুনিক ও পরিকল্পিত আবাসিক এলাকায় পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
Leave a Reply