ইংরেজি ২১/১/২০২৩ তারিখ ঝিনাইদহ জেলার সদর থানা এলাকার ঘোড়ামারা গ্রামের শহিদুল মোল্লা এবং হেলাল এর বসত বাড়িতে ডাকাতি এবং গত ১/২/২০২৩ তারিখে পাবহাটি গ্রামের পেশকার মনিরুল ইসলামের বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।
ঘটনাটি পুলিশ সুপার মহোদয়ের গোচরে আসার সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিনাইদহ এর চৌকস অফিসার ও ফোর্সদের তদন্তে নিয়োজিত রাখে এবং তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে।
ইতোপূর্বে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক মামলার মূলরহস্য উদঘাটন পূর্বক ডাকাত দলের ০৯ সদস্যকে গ্রেফতার করে তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র,যন্ত্রপাতি ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের মধ্যে ৭ জন ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করলেও তাদের পরিচালনায় থাকা আন্ত: বিভাগীয় ডাকাত দলের সর্দার আলমগীর শেখ,পিতা-আলম শেখ,সাং-সূয্যদিয়া,থানা- বোয়ালমারী,জেলা- ফরিদপুর বাইরে থেকে যায়।
পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ইং- ২২/৫/২০২৩ তারিখ ফরিদপুর জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার আলমগীরকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল,ঝিনাইদহ গ্রেফতার করতে সক্ষম হয়।
ডাকাত সর্দার মো: আলমগীর এর নামে বিভিন্ন থানায় ২০ টি মামলা রয়েছে।