
মো: মিল্টন হোসেন, বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পায়রা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মানবাধিকার সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।
এ সময় অংশগ্রহণকারীরা মানবাধিকার সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক। তিনি বলেন, মানবাধিকার শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, সমাজের প্রতিটি নাগরিকেরও দায়িত্ব মানুষের অধিকার রক্ষা করা। তিনি আরও জানান, সামাজিক অবিচার, নির্যাতন, বৈষম্য ও সহিংসতা রোধে সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় মানবাধিকার কর্মী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা। বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘন রোধে আইনের যথাযথ প্রয়োগ ও সচেতন জনগোষ্ঠী গড়ে তোলা জরুরি।
আলোচনা সভা শেষে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কয়েকজন মানবাধিকার কর্মীকে সম্মাননা প্রদান করা হয়।
দিনব্যাপী এসব আয়োজনকে কেন্দ্র করে ঝিনাইদহ জেলায় মানবাধিকার বিষয়ে জনসচেতনতার ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়।
Leave a Reply