স্টাফ রিপোর্টারঃ মোঃ নেছার উদ্দিন
বরগুনার আমতলীতে জাতীয় গণতান্ত্রিক পার্টি এনসিপি থেকে চারজন প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। বুধবার (২৭/৮/২৫) সকলে আমতলী উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক সভায় তারা ছাত্রদলে যোগ দেন।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ হেলাল চৌকিদার , সদস্য সচিব মোঃ ইমরান খান , পৌর ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব উপস্থিত থেকে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
নবযোগদানকারীদের মধ্যে ছিলেন—
১. নাসিম মাহমুদ
২. ইমামুল হাসান আশিক
৩. রেদোয়ান মৃধা
৪. আব্দুল্লাহ আল নোমান
সভায় বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী ছাত্র রাজনীতিকে শক্তিশালী করতে এ যোগদান ঐতিহাসিক ভূমিকা রাখবে। ছাত্রদলের প্রতিটি কর্মীকে দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত হতে হবে।”