
মোঃ নেছার উদ্দিন স্টাফ রিপোর্টার:
বরগুনা বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের সিকান্দারখালী গ্রামে ছাগলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে সিকান্দারখালী গ্রামের মোঃ মামুন মিয়ার ছাগল প্রতিবেশী নশামিয়ার ফুলের জমিতে প্রবেশ করলে এ নিয়ে মামুনের স্ত্রী মোসাঃ জান্নাতুল ফেরদাউস ও নশামিয়ার স্ত্রী মোসাঃ তাসলিমার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে একই দিন দুপুর তিনটার দিকে নশা পঞ্চায়েত ও তার ছেলে আলামিনের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল মামুন মিয়ার বাড়িতে গিয়ে দরজায় ধাক্কাধাক্কি শুরু করে। দরজা না খুললে তারা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে মামুন মিয়াকে ভাত খাওয়ার সময় এলোপাতাড়ি মারধর করে। এ সময় মামুনের বাবা হুমায়ুন কবির তাকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে আহত করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার হাতে কোপ দেয়। পরিস্থিতি সামাল দিতে গেলে মামুনের মা মোরশেদা বেগমও হামলাকারীদের আঘাতে আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত মামুন মিয়াকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মামুন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশালে রেফার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু বিচার দাবি করেছে। অপরদিকে, হামলাকারীরা ঘটনার পর পালিয়ে গেছে বলে জানা গেছে। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply