স্টাফ রিপোর্টার্সঃ মোঃ নেছার উদ্দিন
বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা, ১ নং যুগ্ন আহবায়ক ফজলুল হক মাস্টার ও সদস্য সচিব হুমায়ুন কবির শাহিনকে আমতলী আগমনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আমতলী উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী নবনির্বাচিত তিন নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, “বরগুনা জেলা বিএনপির নতুন কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের উপর যে আস্তা রেখেছেন আমরা জনগণকে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ কে বিজয় করব ইনশাআল্লাহ, তিনি আরো বলেন বরগুনার বিএনপির নাম ভাঙ্গিয়ে কোন সন্ত্রাস দুর্নীতিবাজ আশ্রয় দেওয়া হবে না, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।”
সদস্য সচিব হুমায়ুন কবির শাহিন বলেন, “এই কমিটির মাধ্যমে বরগুনা জেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে আমতলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ভিপি মামুন, সদস্য সচিব জনাব মোঃ তুহিন মৃধা , যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা মিছিল, ব্যানার ও স্লোগানের মধ্য দিয়ে জেলা নেতাদের প্রাণঢালা অভ্যর্থনা জানান।
Leave a Reply