শিরোনাম :
বিএনপি জনগণের দল বলেই মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে — লায়ন মো. হারুনুর রশিদ ফরিদগঞ্জের জনগণের প্রতি আমার অগাধ আস্থা ও বিশ্বাস আছে — বিএনপি নেতা ও সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ জননেতা আলহাজ্ব মুশফিকুর রহমানের দোয়া ও উন্নয়নমুখী দিন কবর জিয়ারত, মাজার পরিদর্শন ও মাদ্রাসা–মসজিদ উদ্বোধন করলেন বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিনের কবর জিয়ারতের মাধ্যমে রাজশাহী-১ আসনে নির্বাচনী কার্যক্রমের শুভ সূচনা মিরপুর শাহআলী দারুসসালাম থানার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের গণসংযোগ ও বিশাল মিছিল ঢাকা ১৪ আসনে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলির পক্ষে ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শন চট্টগ্রাম রাউজানে আবারো প্রতিপক্ষের গুলিতে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। জীবননগর থেকে অপহৃত ৫ জন উদ্ধার করেছে পুলিশ ১২ বছর পর পলাতক আসামি গ্রেফতার সাংবাদিক ড. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পুরাতন মিথ্যা সংবাদ প্রচারে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে কোনো হকার বসলে উচ্ছেদ অভিযানসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

আমরা নির্ভেজাল পুলিশী সেবা নিশ্চিত করতে চাই, কোথাও যদি ভেজাল দেখেন, তবে তা অগ্রাধিকার ভিত্তিতে জানাবেন বিএমপি কমিশনার

মোল্লা শাওন- বরিশাল
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩১০ বার পঠিত

১৫ মার্চ ২০২১ খ্রিঃ সকাল ১০ঃ৩০ ঘটিকায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২১ উদযাপন উপলক্ষে সার্কিট হাউজ বরিশালে, জেলা প্রশাসন বরিশাল ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যুগোপযোগী আইনী কাঠামো ও এর যথাযথ প্রয়োগ থাকতেও আন্তরিকতা ও সচেতনতার অভাবে উন্নত বিশ্বের চেয়ে আমরা অনেকটা পিছিয়ে। সুতরাং ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যেই সচেতনতা প্রয়োজন।

ভেজাল ও দূর্ণীতি রোধে আমাদের বাংলাদেশে শুধুমাত্র সচেতনতা দিয়ে কাঙ্খিত ফলাফল পাওয়া যায় না। এর পাশাপাশি আইন মান্যকারী সুনাগরিক হওয়া তথা শক্ত হাতে আইন প্রয়োগ করা আবশ্যক। জনগণের কল্যাণে যে আইন তৈরি করা হয়েছে, সে আইন বাস্তবায়ন করে উদাহরণ তৈরি করা সমাজের অংশ। আর এই আইন বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা বেশি প্রয়োজন।

পরিবেশ যদি দূষণ হয়, তাহলে সবাইকে এর ফলাফল ভোগ করতে হয়। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

নিরাপত্তার চাহিদা নিশ্চিত না হলে মানুষের মৌলিক চাহিদা অপূর্ণ রয়ে যায়। সেই নিরাপত্তার চাহিদা শতভাগ পূরণ করতে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় আইজিপি মহোদয়ের নেতৃত্বে জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করার কর্মসূচি হাতে নিয়েছি। কোথাও যদি ভেজালযুক্ত পুলিশি সেবা দেয়া হয় তা অগ্রাধিকার ভিত্তিতে জানাবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন তথা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সত্যিকারের জনগণের পুলিশ হওয়ার প্রত্যয় নিয়ে মুক্তিযোদ্ধা, কৃষক -শ্রমিক, মেহনতী মানুষের আকাঙ্খা বাস্তবায়নের লক্ষ্যে নিরাপদ সমাজ ব্যবস্থা বিনির্মানে পুলিশ ও জনগণের অংশীদারিত্বের ভিত্তিতে আমরা কার্যকর পদক্ষেপ নিয়েছি। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে কাজ করার মাধ্যমে একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com