শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটই সমাধান : সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ খুনের মামলার দুই আসামি গ্রেফতার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতাল এখন রোল মডেল বরগুনা-১ আসনে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যাস্ত এ্যাড. মোঃ রেজবুল কবির…! নবীনগরে পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্বার আগামীতে শহীদ জিয়ার দল বিএনপিই সরকার গঠন করবে – জনসভায় এস এ সিদ্দিক সাজু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত গলাচিপায় নদী ভাঙনে সড়ক বিলীন হওয়ার শঙ্কায় মানববন্ধন বিজিএমইএ ও স্ট্যানলি স্টেলার বৈঠক: টেকসই উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতায় অঙ্গীকার রাঙ্গাবালীতে দশ দিনব্যাপী আনসার-বিডিপি প্রশিক্ষণ চলছে

আরকান আর্মির হয়ে যুদ্ধ করছে পার্বত্য চট্টগ্রামের যুবকরা, নির্যাতন করছেন মুসলিম ও হিন্দু জনগোষ্ঠীকে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পঠিত

আবদুল হাকিম, ক্রাইম রিপোর্টার:

মিয়ানমারে মুসলিম, বড়ুয়া ও হিন্দুর উপর নির্যাতন কারি মিয়ানমার সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী মধ্যে আরকান আর্মি অন্যতম। এ আরকান আর্মির হয়ে বাংলাদেশী পাহাড়ি ও তংচংগ্যা যুবকরা মিয়ানমারে যুদ্ধ করে আসছে। এ আরকান আর্মি নির্যাতন করছেন মুসলিম, হিন্দু ও বড়ুয়া ক্ষুদ্র জনগোষ্ঠীকে। এমন বর্ণনা দিয়েছেন মিয়ানমার আরকান থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা নারী। 

এদিকে উখিয়ার ৬৪ বিজিবি কর্তৃক অস্ত্রসহ আটক হওয়া আরকান আর্মির সদস্য জীবন তঞ্চঙ্গ্যা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৯নং ওয়ার্ড গাছবুনিয়ার স্থায়ীবাসিন্দা চিংমং তঞ্চঙ্গ্যা ছেলে। জীবন তঞ্চঙ্গ্যা মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী আরাকান আর্মির ট্রেডিং প্রাপ্ত ১সদস্য। তিনি অস্ত্র-গোলাবারুদসহ উখিয়া ৬৪ বিজিবি কাছে আত্মসমর্পণ করেছেন।

সোমবার, (১১ আগস্ট’২৫)  সকাল আনুমানিক ৮:৪০ মিনিটের সময় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনস্থ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপিস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার  বালুখালী বিওপি’র ৫নং বিএসপি পোষ্টে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী বাংলাদেশে বসবাসরত  ঘুমধুম ইউপির গাছবনিয়ার বাসিন্দা  আরাকান আর্মির ১ জন সদস্য আটক হয়। তার কাছ থেকে অস্ত্র এ কে ৪৭- ০১টি, গুলি- ৫২ রাউন্ড ও ০২ টি ম্যাগাজিন পাওয়া গেছে।

আটক  আরাকান আর্মির সদস্য যুদ্ধরত অবস্থায় ব্যক্তিগত নিরাপত্তার আশঙ্কায় মিয়ানমারের মংডু ক্যাম্প হতে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তিনি জানান ৩শতজন আরাকান আর্মির সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে। তারা বাংলাদেশের অভ্যন্তরে যে কোন সময় প্রবেশ করতে পারে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম বৃদ্ধি দেখা গেছে।

 রোহিঙ্গা নারী আয়েশা বেগম জানান, মিয়ানমারে মুসলিম, বড়ুয়া ও হিন্দুর উপর নির্যাতন কারি সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী মধ্যে আরাকান আর্মি অন্যতম। এ আরকান আর্মির হয়ে বাংলাদেশী পাহাড়ি, তংচংগ্যা  যুবকরা মিয়ানমারে যুদ্ধ করছে, বাড়িঘর আগুন দিয়া সহ বিভিন্ন রকমের নির্যাতন করছেন মুসলিম, হিন্দু ও বড়ুয়া ক্ষুদ্র জনগোষ্ঠীকে। আমার স্বামীকে ধরে নিয়ে মেরে ফেলেছে এ আরকান আর্মি।

উখিয়া ব্যাটলিয়ন ৬৪ বিজিবি এর অধিনায়ক, লেঃ কর্ণেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, বর্তমান প্রেক্ষাপটে কিছু সন্ত্রাশী গোষ্ঠি দেশের আইন-শৃঙ্খলা অবনতি করার জন্য দেশের বিভিন্ন স্থানে মাদক, চোরাচালানী,অস্ত্র,গুম,খুন, অপহরণসহ নানাবিধ অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে তারা। কক্সবাজার জেলাসহ আশপাশের  বিভিন্ন জেলায় এরুপ কোন ধরণের ঘটনা যেন না ঘটে সেক্ষেত্রে উর্দ্ধতন দপ্তরের বিভিন্ন নির্দেশনা মোতাবেক সকল আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, টহল তৎপরতা জোরদারসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেছি।

তিনি আরও বলেন, আটক জীবন তঞ্চঙ্গ্যাকে 

 অস্ত্র-গোলাবারুদসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com