আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশে, খোলপেটুয়া নদীর চরের, কেওড়া বাগান থেকে, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়রা ওই মরদেহটি দেখতে পেয়ে আশাশুনি থানায় খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, খোলপেটুয়া নদীতে কাঁকড়া ধরার জন্য ত্রিমোহনী খেয়াঘাট এলাকার কেওড়া বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের ঝুলন্ত পা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। লাশের পরনে লুঙ্গি ও গায়ে লাল রঙের চেক শার্ট এবং গলায় তুলসীর মালা রয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে মরদেহটি নদীর জোয়ারের পানিতে ভেসে এসে কেওড়া বাগানের গাছে আটকে গেছে। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।