জাহাঙ্গীর আলম
ক্রাইম রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৪০ (চল্লিশ) বোতল স্কফ সিরাপসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ২১.১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় মাদক লেনদেনের প্রস্তুতি চলছে—এমন খবর পেয়ে থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত সেখানে পৌঁছে সন্দেহভাজন একজনকে আটক করে। পরবর্তীতে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধারকৃত স্কফ সিরাপ জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীর পরিচয়
১। মোঃ লিটন
পিতা: মোঃ সওদাগর আলী (প্রকাশ দয়াল)
মাতা: সাহানা আক্তার পারভিন
ঠিকানা: আলী পাড়া, থানা—বকশীগঞ্জ, জেলা—জামালপুর।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আশুগঞ্জ থানা পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা।