
জাহাঙ্গীর আলম
ক্রাইম রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের অভিযানে ৩৯০ (তিনশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, সোমবার (১০ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইজন মাদক কারবারীকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয়:
মোঃ তারিকুল ইসলাম শাওন (৩০)
পিতা – আবু তাহের
মাতা – শাহানাজ
সাং – সরাই পাড়া, থানা – পাহাড়তলী, জেলা – চট্টগ্রাম।
মোঃ ইউসুফ (২৮)
পিতা – মৃত কালা মিয়া
মাতা – আম্বিয়া খাতুন
সাং – লেদা এলএমএস ডি ব্লক, থানা – টেকনাফ, জেলা – কক্সবাজার।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
থানার দায়িত্বশীল সূত্র জানায়, মাদক নির্মূলে আশুগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply