মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ চোরাচালানকৃত বিদেশি সিগারেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আশুগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযানে একটি সাদা রঙের NOAH মাইক্রোবাস আটক করা হয়। পরবর্তীতে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,০০০ প্যাকেট (মোট ৬০,০০০ শলাকা) বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একজন চোরাকারবারীকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আসাদুল্লাহ (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার নরসিংহপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম হাজী মমতাজ মিয়া এবং মাতার নাম রাবেয়া খাতুন। পুলিশ জানায়, উদ্ধারকৃত সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা হয়েছিল। উপস্থিত সাক্ষীদের সম্মুখে মালামালগুলো জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে আশুগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।