
মোঃ রাশেদ আল শাহরিয়া(স্টাফ রিপোর্টার:
১ নভেম্বর ২০২৫ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে আলমনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আশুগঞ্জ থানার ওসি’র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটক দুইজনের কাছ থেকে ১৩০ (একশত ত্রিশ) কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ১. মোঃ আব্দুল আলীম প্রকাশ মওসুম (৩১), পিতা ঝাড়ু মিয়া ও মাতা লাকী বেগম, সাং–কমলপুর আমলাপাড়া, থানা–ভৈরব, জেলা–কিশোরগঞ্জ; ২. সাকিব (২২), পিতা চান মিয়া ও মাতা ফাতেমা বেগম, সাং–রতনপুর, থানা–রায়পুরা, জেলা–নরসিংদী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার একটি টিম আলমনগর এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই দুই কারবারীকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও পিকআপ ভ্যান উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আশুগঞ্জ থানার ওসি জানান, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
Leave a Reply