মোঃ বকুল মিয়া
ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪৫০ (চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে।
গতকাল বিকালে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন অত্র থানাধীন টোলপ্লাজায় চেকপোষ্ট করাকালীন ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হইতে ৪৫০ (চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।
গ্রেফতারকৃত আসামী হলেন কিশোরগঞ্জ জেলার হাজিরগল এলাকার মোঃ কামাল মিয়ার ছেলে মোঃ শহিদ মিয়া(৩২)।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।