জাহাঙ্গীর আলম
ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
১৫/১১/২০২৫ খ্রি. তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি প্রাইভেটকার আটক করে। প্রাইভেটকার তল্লাশীকালে ০২ জন চোরাকারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ১। PILOMIN 0.5% =৭৪০০ পিস ,২। Sterile Noradrenaline Concentrate Ip- 4800 পিস, ৩। Steril Cardioplegia Solution = ১৯০ পিস, ৪। Human Normal Albumin Ip 5% বোতল-৫৫ টি, ৫। Terlipressin Ip Injection -১৮৫ পিস, ৬। THYROXINE SODIUM TABLETS I.P.50 mg ৬৫ বোতল, ৭। THROMBOPHIL GEL-৩৯০ পিস, ৮। Hyaluronidase Injection-৯৩০ পিস বিদেশী ঔষধ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মীর আমিনুল সাগর(৩৫)
পিতা- মৃত মীর মাইনুল ইসলাম
মাতা-আছিয়া খাতুন
সাং-খিলক্ষেত স্কুল রোড
থানা- খিলক্ষেত
জেলা-ঢাকা
২। রুশদি ইরানি রুমি (৪৫)
পিতা-মৃত নুরুদ্দিন আহমেদ
মাতা- মৃত মরিয়ম সুলতানা
সাং-লালমোহন সাহা স্ট্রিট
থানা-ওয়ারী
জেলা-ঢাকা।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।