মো :রুবেল মিয়া সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পুলিশের অভিজানে চোরাচালানকৃত /৫৬০/পিস মোবাইলের ডিসপ্লে উদ্ধার, এক জন চোরাচালানী গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ঠিকানা,,১/মো:রুহুল আমিন কিরন (৪০)-পিতা আফাজ উদ্দিন হাওলাদার /মাতা -শাহানারা বেগম সাং চালিতাবনিয়া,, থানা খলাপাড়া, জেলা -পটুয়াখালী বর্তমানে -বুয়াকুর থানা নরসিংদী সদর,, জেলা -নরসিংদী।
আজ ২৫/১১/২০২৫ খ্রি. তারিখ ১৭:৫০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজায় চেকপোস্ট ডিউটি করা কালে ০১ জন চোরাকারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ৫৬০ পিস মোবাইলের ডিসপ্লে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।আশুগঞ্জ এলাকাবাসী বলেন দীর্ঘদিন যাবত অবৈধভাবে চোরাচালানকিত মালামাল আশুগঞ্জ টোল প্লাজা দিয়ে আনা নেওয়া হচ্ছে, গোপন সূত্রে জানা যায় তাদের সাথে বড় মাপের ব্যবসায়িক রয়েছে, যে আসামিকে গ্রেফতার করা হয়, তারা হলেন ডেলিভারির ম্যান, কয়েক হাজার টাকার বিনিময়ে চোরাচালনকৃত মাল আনা নেওয়া করে,,এলাকাবাসী বলেন বড় চোরাচালনকৃত ব্যবসায়ীদের অতি দ্রুত আইনের আওতায় আনা হওক,দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, প্রশাসনের কাছে এলাকাবাসী জোর দাবি জানা জানাচ্ছে।
আশুগঞ্জ থানায় চোরাচালনকৃত ১ টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।