স্টাফ রিপোর্টার পারভেজ দেওয়ান:
আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার রুবেল মন্ডল কে নৃশংসভাবে হত্যাকাণ্ডের অন্যতম আসামি আমজাদ মন্ডল এবং তার এক সহযোগী জুয়েল মাতাব্বরকে গ্রেফতার করেছে র্্যাব-৪। (৯ মে) শুক্রবার রাত ১১ টার দিকে সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানির কমান্ডার মেজর জালিস মাহমুদ খান পেজ বিজ্ঞপ্তি এ তথ্য জানান। এর আগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আশুলিয়ার পাড়া গ্রাম এলাকার আশরাফ আলী মন্ডল এর ছেলে আমজাদ মন্ডল (৪৫) এবং একই এলাকার সেরাজ উদ্দিন মাতব্বর ছেলে জুয়েল মাতব্বর( ৩৬)। নিহত রুবেল মন্ডল আশুলিয়ার পাড়া গ্রাম দক্ষিণপাড়া এলাকার নায়েব আলী মন্ডল এর ছেলে। নিহত রুবেল মন্ডল তার বড় ভাইয়ের মাছের কুকুর জুট ও বালুর ব্যবসা দেখাশোনা করতেন। গ্রেফতারকৃত আমজাদ মন্ডল গং এর সাথে মাছের পুকুর নিয়ে বিবাদ চলে আসছিল। এর প্রেক্ষিতে গত ঘটনার দিন সকালে রুবেল মন্ডল কে ডেকে মাছের কুকুরে ঝামেলার সমাধানের কথা বলে ডেকে নিয়ে যায় এবং সেখানে রুবেল মন্ডল কে নৃশংসভাবে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোককে লাশ দেখতে পেয়ে আশুলিয়া থানায় খবর দেয় পড়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ইস্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানা একটি হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply