ঢাকা জেলায় আশুলিয়া জামগড়া শিমুলতলা দাদা মার্কেট এলাকায় নিজ জমিতে দেওয়াল নির্মাণ কাজে বিশাল একদল সস্ত্রাসী বাহিনীর হামলা। জানা যায়, মো: হালিম ভূইয়ার লোকজন মিলে মো: হালিম ভূইয়া সহ মো: মোশাররফ হোসেনের কাজে বাধা সৃষ্টি করে। এবংমো: মোশাররফ হোসেনের নিকটে টাকা চাদা দাবিসহ,হুমকি প্রদান করে। এই বিষয় নিয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নং 1424 দায়ের করেন।মোশারফ হোসেন,আরো জানান মোঃ হালিম ভূইয়া আমার নিকট হতে বিভিন্ন সময় প্রায় 50 হাজার টাকা চাঁদা নেন। এইসব বিষয় নিয়ে আমি আশুলিয়া থানা পুলিশ কে জানাই। আশুলিয়া থানা পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবে বলে আশ্বাস দেন।
Leave a Reply