ঢাকা জেলায় আশুলিয়া থানাধীন আশুলিয়া ০১ ন ; ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কাঠগড়া এলাকার কথিত গ্যাসের দালাল শাহিন পালোয়ানকে বিদেশী একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার উপ- পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ, এসআই আসওয়াদুর রহমান ও এসআই এমদাদুল হকসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে, আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া পালোয়ান পাড়ার শাহিন পালোয়ানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এসময় তার ঘর তল্লাশী করে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে পুলিশ জানায়। উক্ত গ্রেফতারকৃত শাহিন পালোয়ান (৪৫), আশুলিয়ার কাঠগড়া পালোয়ান পাড়ার বিল্লাল পালোয়ানের একমাত্র ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বলে সূত্র জানায়। তিনি আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় তিতাস গ্যাসের শত শত অবৈধ সংযোগ দেন। এতে সরকারের লাখ লাখ টাকা লোকসান হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলাসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন। রবিবার (২০ জুন ২০২১ইং) আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক গণমাধ্যমকে জানায়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়া এলাকার স্থানীয় বাসিন্দা শাহিন পালোয়ানের নিজ বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তাকে গ্রেফতার করার পর, তার তথ্যে ভিত্তিতে তার নিজ ঘরের গোপন স্থান থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এর আগে গত (৬ জুন ২০২১ইং) তার দাবিকৃত চাঁদা না দেওয়ায় এক ঠিকাদারকে লক্ষ্য করে ২রাউন্ড গুলি করাসহ মারধরের ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন ফিরোজা এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার বেলাল হোসেন। এ ঘটনায় ওইদিনই শাহিন পালোয়ানের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার অলি শেখকে পুলিশ গ্রেফতার করে। জানা গেছে, স্থানীয় ফারুক ও শাহিন পালোয়ানের এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ দেওয়া এবং রাস্তা কেটে ড্রেন করা নিয়ে বিরোধ চলছিলো, এসব ঘটনা নিয়ে মারামারি ও সংঘর্ষ হয়, সেখানে গুলাগুলির ঘটনা ঘটে এবং পুরো এলাকার মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। উক্ত ঘটনায় পুলিশ অভিযান পরিচালনা করে এ পর্যন্ত দুইজনকে গ্রেফতার করেছেন।
Leave a Reply