জানা যায়, ঢাকা জেলায় আশুলিয়া ঠাকুরপাড়া বঙ্গবন্ধু রোড নজরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া, মো: মোবারক হোসেন সোহেল পরিবার নিয়ে দীর্ঘ ধরে খাবার হোটেল পরিচালনা করেন। মহামারি করোনা ভাইরাস এর কারণে ও সঠিক সময়ে ভাড়া পরিশোধ করে আসছিলো। তথ্য মতে, বর্তমান চলমান মাসের ভাড়া দেওয়ার জন্য মাএ তিন দিনের সময় চাইলে বাড়ি এব; হোটেলে মালিক নজরুল ইসলামের নির্দেশে তাহার ম্যানেজার ও ম্যানেজারের কিছু লোকজন মিলে মো: মোবারক হোসেন সোহেল ও তার স্ত্রী মোসা: নিলাকে সহ বিভিন্ন আশ্লীল ভাষায় গালমন্দ করে।শেষ পর্যন্ত স্বামী এব; স্ত্রী উভায়কে`ই মারধর করে। এমনকি তাদের কে প্রাণে মারার হুমকি দেন। এমন তো অবস্থায় মো: মোবারক হোসেন সোহেলর শরীরের বিভিন্ন স্থানে জখম ও বুক পকেটে থাকা ২১১০টাকা ছিনিয়ে নেন। তাহার স্ত্রীর গলায় থাকা ৮আনা ওজনের সর্ণের চেইন ছিনিয়ে নেন। যার বর্তমান বাজার মূল আনুমানিক ৩২ হাজার টাকা। নজরুল ইসলাম নিজে হোটেলে এসে হোটেল বন্ধ করে দেন। তবে হোটেল বাবদ ৫০,০০০ টাকা অগ্রীম দিয়েছেন মো: মোবারক হোসেন সোহেল। তাহা শর্তে ও তাদের উপরে হামলা চালাই।পরবর্তীতে ভুক্তভোগীরা আশুলিয়ায় থানায় একটি অভিযোগ দায়ের করেন।
Leave a Reply