ঢাকা জেলার আশুলিয়া জামগড়া সরকার মার্কেট এলাকায় বাইপাইল থেকে আশুলিয়া সেতু মহাসড়ক পর্যন্ত বৃষ্টির কারণে রাস্তার অবনতি ঘটেছে । পাল্টে গেছে যানবাহনের রুপ। ঘটেছে প্রতিনিয়ত দূর্ঘটনা। দুর্বিষহ হয়ে পরেছে মানুষের জীবন। প্রতিনিয়ত চলছে যানবাহনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। দীর্ঘক্ষণ বৃষ্টির ফলে রাস্তার উপর জমাট বাধে পানি। রাস্তা ভেঙ্গে হয় চৌচির। রাস্তার মধ্যে রিপিট করলেও টিকেনা বেশী দিন। নেই কোন সর্তকবাণী। মহাসড়কের অবনতির জন্য, এলাকার দায়িত্বশীলদের মাঝে নেই কোন দায়িত্বতার ভার। নির্বাচনে শুধু ভোট পেলেই খুশি। এলাকার মেম্বার চেয়ারম্যান ও অন্যান্য ক্ষমতাশীল মানুষেরা নির্বাচনের আগে বলেন যে, আমাকে নির্বাচনে জয়যুক্ত করলে আমি এলাকার উন্নয়ন করে ছাড়বো, ইনশাআল্লাহ তা ছাড়া আরও বলেন, আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আপনাদের পাশে থাকব। মুলত নির্বাচনের পর তাদের কোন খোঁজ খবর পাওয়া যায় না। আর এদিকে মহাসড়কের অবস্থা দিনের পর দিন অবনতির দিকে ধাবিত হচ্ছে। দেখার কেউ নাই।
Leave a Reply