আশীষ বিশ্বাস
সিনিয়র স্টাফ রিপোর্টার
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভায়, কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যেকটি রাজনৈতিক দল সুশীল সমাজের ব্যক্তি বর্গ বিভিন্ন ইউনিয়নে ১১৬ টি মন্ডপে সভাপতি সম্পাদক সহ সকলের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রিতম সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা জনাব মফিজুর রহমান, আবাসিক প্রকৌশলী নেস্কো কর্মকর্তা মোহাম্মদ জোনায়েদ হোসেন, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মোঃ শামসুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাবা মোছাম্মৎ মায়া বেগম,উপজেলা খাদ্য কর্মকর্তা জনাব তৌহিদুর রহমান, কিশোরগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব মোঃ জাকির হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ড কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত রংপুর বিভাগ জনাব দেবাশীষ সরকার, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাক্তার নীলরতন দেব, অফিসার ইনচার্জ জনাব মোঃ আশরাফুল ইসলাম, জনাব মোঃ তাজুল ইসলাম ডালিম সাধারন সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি কিশোরগঞ্জ উপজেলা শাখা, ও জনাব মোঃ দেলোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি কিশোরগঞ্জ উপজেলা শাখা, জনাব মোঃ আঃ রশিদ শাহ্ বাংলাদেশ জামায়াতে ইসলামে আমীর কিশোরগঞ্জ উপজেলা শাখা, ও বিভিন্ন দলের পক্ষ থেকে জনাব মোঃ শাহ্ আলম বাবু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ উপজেলা শাখা, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক জনাব মোতালেব হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন সভাপতি মোঃ আঃ হালিম কিশোরগঞ্জ উপজেলা শাখা, ও এন সি পি সমন্ময়ক সহ আর ও অনেক নেতা নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন এবারে শারদীয় দুর্গোৎসব প্রতিবারের মতো এবারও শান্তি পূর্ণভাবে পালনের জন্য সকল দপ্তরের প্রশাসন সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করবে বলে আশ্বস্ত করেন, কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম বলেন প্রশাসন আপনাদের পাশে থাকবে আইনশৃঙ্খলা কোন প্রকাশ যেন বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে, সর্বক্ষণিক মনিটরিং টিম প্রস্তুত থাকবে এবং সিসি ক্যামেরা দ্বারা সকল পূজা মন্ডপ নিয়ন্ত্রিত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিতম সাহা এই উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলকে আশ্বস্ত করেন, এবং এবারে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে সকলের প্রতি আহ্বান জানান, আলোচনা শেষে সকল পূজা মন্ডপের সভাপতির হাতে ডি ও প্রদান করে সবার সমাপ্তি ঘোষনা করেন।