স্টাফ রিপোর্টার মোঃ ইউসুফ চৌধুরী।
(ইউআইইউ) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৬ জন শিক্ষাথীর বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নতুন বাজার ভাটারা থানার সামনে সড়ক অবরোধ বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।
সকাল আটটার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।যার ফলে রাজধানীর ঢাকার নতুন বাজার আশেপাশের এলাকায় যানযোট সৃষ্টি হয়।এতে ভোগান্তিতে পড়ে দূরপাল্লার গাড়ি ও সাধারণ মানুষের জন্য।
শিক্ষার্থীরা জানান গত ২৬/২৭ এপ্রিলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচর্য (সিএসই) বিভাগের প্রধানের পদত্যাগের দাবিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিশ জনের বেশি শিক্ষার্থীদের কে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন( ইউআইইউ)।
এর পর (ইউআইইউ) শিক্ষার্থীরা স্মারকলিপি দিলে তার কোন উত্তর আসেনা।তার পরে শিক্ষার্থীরা অবৈধ বহিষ্কার প্রত্যাহারের জন্য আন্দোলনে রাস্তায় নেমে আসে।