মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে করনা ভাইরাস থেকে মুক্তি পেতে ইউনিয়নভিত্তিক সারাদেশে কোভিড ১৯ টিকাদান ৭.৮.২০২১ তারিখ শুরু হয়েছে।চীনদেশ থেকে আগত সিনোফার্ম টিকা প্রতি ইউনিয়নে ২৫ বছরের উপরে সকলকে প্রথম পর্যায়ে ৬০০ জন করে টিকা দেয়া হয়। মাদারীপুর জেলার রাজৈর থানার পাইকপাড়া ইউনিয়নে শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কোন প্রকার ঝামেলা ছাড়া কোভিড ১৯ সিনোফার্ম ০.৫ টিকা দেয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য কর্মকর্তাগণ আবু জাফর মোল্লা মোসাঃ হোসনেয়ারা আক্তার মোসাঃ শামীমা আক্তার ও তিনজন C.H.C.P. পাঁচজন F.W.A.দশজন M.S.V. এবং প্রশাসনের সহায়তায় খুব সুন্দরভাবে টিকাদান কর্মসূচি প্রথম দিনের মত শেষ করেন।যে সকল লোকজন টিকা নিতে আসেন তারা প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন আমরা কোন প্রকার ঝামেলা ছাড়াই টিকা নিতে পেরেছি। বতর্মান করনা মহামারিতে দেশের যে অবস্থা সেখানে আমাদের সরকার যে ইউনিয়নভিত্তিক টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে তা আসলেই বিরাট একটা চ্যালেঞ্জ। তারা আরও বলেন সরকার যেন খুব সুন্দরভাবে এই কর্মসূচি শেষ করতে পারে। পাইকপাড়া ইউনিয়নের বতর্মান চেয়ারম্যান মোঃ সাহাদাত হোসেন মিয়া কোভিড ১৯ টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং তিনি মাতৃজগত পত্রিকার রিপোর্টার মোঃ শাহীনকে বলেন খুব সুন্দরভাবে করনার টিকাদান শেষ হয়েছে। যাইহোক সর্বপরি মহান আল্লাহ্ র কাছে আমাদের সকলের প্রার্থনা করতে হবে যেন তিনি আমাদের এই মহামারি থেকে রক্ষা করেন।
Leave a Reply