নিউজ ডেস্কঃ ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।এ ভূমিকম্পে এখন পর্যন্ত ৮ জন মারা গেছেন।এ ছাড়া আহত হয়েছেন আরও ১২ জন।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, শনিবার (১০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে দেশটির জাভা দ্বীপের উপকূলে এ ভূমিকম্প হয়।ইন্দোনেশিয়ার গণমাধ্যমগুলো জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পূর্ব জাভার মালাং শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ৮২ কিলোমিটার গভীরে।তবে এই কম্পনের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।জাভা দ্বীপের উপকূলীয় এলাকার বাাসন্দারা জানান,কম্পনটি বেশ শক্তিশালী ছিল এবং এটি দীর্ঘ সময় ধরে ছিল।
Leave a Reply