নুরনবী স্টাফ রিপোর্টার:-জামালপুরের ইসলামপুর উপজেলায় ইসলামী ব্যাংকের ৩৯৪তম শাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪নভেম্বর) সকালে ইসলামপুর শাখা কার্যক্রম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
ইসলামী ব্যাংক ডাইরেক্টর অ্যান্ড সিইও বাংলাদেশের ম্যানেজিং মুহাম্মদ মনির মওলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকছুদুর রহমান, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি ও রোজিনা আক্তার চায়না, উপজেলা নির্বাহী অফিসার মু.তানভীর হাসান রুমান, ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেক, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লুহানী বিপুল, ইসলামপুর বাজার বণিক সমিতি সভাপতি আওয়াল খান লোহানী, ইসলামী ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় শাখার জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আনিসুল হক, হেড অব হিউম্যান রিসোর্সেস উইং ও সিএইচআরও মোস্তাফিজুর রহমান সিদ্দিকী,স্হানীয় ব্যাবসায়ী ও সুধী বৃন্দ উপস্হিতি ছিলেন।
Leave a Reply