আবদুর রহিম।
কক্সবাজার উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের
৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন দূর্জয় ওরফে কামাল মেম্বার নিখোঁজ হওয়ার পরদিন দুপুরে খালে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে কামাল মেম্বার বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।পরবর্তীতে বিষয়টি রাতেই স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়।
মঙ্গলবার ( ৮ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে স্থানীয়রা একটি খালে ভেসে থাকা একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং কামাল মেম্বারের বলে নিশ্চিত করে।
তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত না হলেও এলাকাবাসীর মধ্যে এটি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।