কক্সবাজারের উখিয়ায় র্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম নামে এক
মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবাসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজার র্যাব ১৫- এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে
মাদক উদ্ধারে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
Leave a Reply