কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ ১জন রোহিঙ্গাসহ ৩জনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
উখিয়া থানা পুলিশের অভিযানে একটি সিএনজি গাড়ি করে মাদক পাচার কালে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা [ যার আনুমানিক মূল্য ১,৫০,০০,০০০ (এক কোটি পঞ্চাশ লাখ) ] টাকা ও মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ও সিএনজি গাড়ি সহ তিনজন মাদক কারবারী গ্রেফতার।
বৃহস্পতিবার (৩০ জুন) রাত ৯ টার দিকে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উখিয়া থানাধীন মরিচ্যা গরু বাজার এলাকা হতে গ্রেফতারকৃত আসামী ০১। আবু ছৈয়দ (২০) (রোহিঙ্গা), পিতা- মৃত ছৈয়দ আহাম্মদ, সাং-কুতুপালং ক্যাম্প -১.ব্লক সি, ০২। শাহেদ মিয়া (২৫), পিতা- আলী আহাম্মদ, ০৩। মোঃ আকরাম (১৯), পিতা- মোঃ কাশেম প্রকাশ রাজা মিয়া, উভয় সাং-পাতাবাড়ি, কেওয়াছড়ি (৪ নং ওয়ার্ড), থানা- উখিয়া, জেলা- কক্সবাজার একটি সিএনজি গাড়ি করে মাদক পাচার কালে তাদের হেফাজত হতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা [ যার আনুমানিক মূল্য ১,৫০,০০,০০০ (এক কোটি পঞ্চাশ লাখ) ] টাকা ও মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন, এবং তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা গরুবাজার সংলগ্ন কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে কক্সবাজার মুখি একটি সিএনজি গাড়ি থামানোর সংকেত দিলে গাড়িটি না থামিয়ে পালানোর চেষ্টা করে এবং গাড়ি থেকে লাফ দিয়ে একজন যুবক পালানোর চেষ্টা করলে তাকে আটক করে হেফাজতে রাখা হয়, পরে গাড়িটি তল্লাশী করে কৌশলে লুকিয়ে রাখা ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়৷ পরে গাড়িটি জব্দ করে ইয়াবাসহ মাদককারবারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।