উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয় এর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ ছালাম বিশেষ প্রতিনিধি:
স্বরুপকাঠী উপজেলার ঐতিহ্যবাহী উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয় এর ৭৩ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭,২৮ ও ২৯ জানুয়ারী রোজ শনি, রবি ও সোমবার উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানকে প্রানবন্ত করতে বিদ্যালয়ে ছুটে আসেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ শফিকুর রহমান সুমন, অত্র বিদ্যালয়ের প্রাঙ্গনে সমগত হওয়া হাজার হাজার দর্শকের চাওয়া পাওয়া। মনে হচ্ছিল সুমনকে দেখার জন্য অধির আগ্রহ করছিল হাজা হাজার দর্শক ও ছাত্র-ছাত্রীরা। কিন্তু সুমনও যেন বঞ্চিত করেনি অনুষ্ঠান আয়োজোকদের। উক্ত বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা,, কর্মচারী, ম্যনেজিং কমিটির সদস্য ও ৬শতাধিক শিক্ষার্থীদেরকে নিজ অর্থায়নে পুরস্কৃত করেন শফিকুর রহমান সুমন। বক্তব্যে সুমন বলেন আমি এই এলাকার সন্তান এ বিদ্যালয়ের আলো বাতাসে আমি বড় হয়েছি। এই বিদ্যালয়ের জন্য কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনেকরি। বিদ্যালয়ের যেকোন উন্নয়ন মূলক কর্মকান্ড দরকার হলে আমাকে যানাবেন, আমি যথাসাধ্য চেস্টা করব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। এসময়ে উপস্থিত বক্তারা আসন্ন উপজেলা নির্বাচনে সুমনকে ভাইস চেয়ারম্যান পার্থী হিসেবে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।