
মোঃ শাহাদত হোসেন,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে উল্লাপাড়ায় হাটিকুমরুল ইউনিয়নে ২০১৯ সালের নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) সিরাজগঞ্জে উল্লাপাড়ায় হাটিকুমরুল ইউনিয়নে ২০১৯ সালের নতুন ভোটারদের মাঝে ৯ নং হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান স্মার্ট কার্ড হাতে তুলে দিয়ে শুভ উদ্বোধন করেন।
আনন্দ ও উল্লাসের মাঝে সারি বদ্ধ হয়ে দাড়িয়ে থাকে উৎসব ভোটাররা নতুন স্মার্ট কার্ড পাওয়ার আসায়।নতুন স্মার্ট কার্ড পেয়ে ভোটাররা বলেন সোনার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যাবেই।
আমাদের মাননীয় প্রধান মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দিচ্ছে।আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
হাটিকুমরুল ইউনিয়নে সকাল ৯ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত ২৪০০ ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
স্মার্ট কার্ড বিতরণের সময় উপস্থিত ছিলেন হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান জনাব হেদায়েতুল আলম রেজা, উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব,স্মার্ট কার্ডের ডিস্ট্রিবিউটার সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রমুখ।
 
                                                
Leave a Reply