সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় সরকারের ১০ টাকা কেজি দরের চাউল বিতরনের কার্ড ১০০ টাকা করে নিচ্ছেন ডিলার গন।
অনুসন্ধানে জানাযায়,উপজেলার পূর্নিমা গাতী ইউনিয়নের ফেয়ার প্রাইজ ডিলার রাব্বি ও ই্উপি চেয়ারম্যান আল আমিন হোসেনের সহযোগিতায়,প্রতি কার্ডে ১০০ টাকা করে নিয়েছেন।
একই অভিযোগ উঠেছে বড়হর ইউনিয়নের ফেযার প্রাইজ ডিলার ইউনিয়ন আওয়ামিলীগের সাধারান সম্পাদক আব্দুল আজিজের বিরুদ্ধে। ইউনিয়নের পুর্বদেলুয়া ও বক্ষ্রকপালিয়া গ্রামের,রহিমা খাতুন ,মমতা খাতুন ,আসমা খাতুন,আব্দুল কুদ্দুস বলেন-ডিলার আব্দুল আজিজ আমাদের নিকট থেকে কার্ড প্রতি ১০০ টাকা করে নিয়েছেন।
এ বিষয়ে-বড়হর ইউনিয়নের ফেযার প্রাইজ ডিলার ইউনিয়ন আওয়ামিলীগের সাধারান সম্পাদক আব্দুল আজিজের এর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি কথা না বলে মোবাইল লাইন কেটে দেন।
এ-বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে,উল্লাপাড়া উপজেলা খাদ্য কর্মকর্তা নিয়ামুল হক বলেন-এ বিষয়টি শুনেছি। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।
অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেবেন বলে জানিয়েছেন-উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহম্মেদ।