রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
বাংলাদেশ সীড এসোসিয়েশনের উদ্যোগে- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীদের জন্য কৃষি পূনর্বাসন সহায়তা হিসেবে হাইব্রীড জাতের রোপা আমন ধানের বীজ ও সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে উল্লাপাড়া কৃষি অফিসারের কার্যলয় হতে অনুষ্ঠানে- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর ব্যবস্থাপনায় বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড ও সুপ্রীম সীড কোম্পানীর এতে সহায়তায় - উক্ত বীজ ও সাইনবোর্ড বিতরণ করেন এবং বক্তব্যে রাখেন, , উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ সূবর্ণা ইয়াসমিন সুমী।
এসময় সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার সহ সীড এসোসিয়েশনের পক্ষের প্রোপাইটররা উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে, সদর উপজেলার ৩শ’ জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে রোপা আমন ধানের ২ কেজি বায়ারের এজেড-৭০০৬ জাতের বীজ দেওয়া হয়েছে এবং নাবী জাত হিসেবে এসব বীজ রোপণ করা যায়।