স্টাফ রিপোর্টারঃ রাজশাহী জেলার তানোর উপজেলার, কলমা ইউনিয়নের দিব্যস্থলী গ্রামের মফেজ উদ্দিনের স্ত্রী মোসাঃ সাজেদা বেগম টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
মোসাঃ সাজেদা বেগমের কষ্ট দেখে তার এলাকার মোঃ উজ্জ্বল হোসেন এলাকাবাসীর পক্ষ থেকে তার পাশে থেকে সে নিজে সাহায্যের হাত দিয়েছে এবং সে তার পরিবারের পক্ষ থেকে সবাইকে সাহায্যের হাত বাড়ানোর জন্য আবেদন করে এবং সাজেদার জন্য দোয়া কামনা করেছে।
সাজেদা বেগম একজন দরিদ্র অসহায় মানুষ। তার স্বামী মফেজ উদ্দিন বেঁচে থাকলেও সে প্যারালাইস আক্রান্ত রোগী।
কিন্তু সাজেদা বেগম আর খরচ করতে কোন ভাবেই পারছেনা, সে একেবারে নিঃস্ব হয়ে পড়েছে! সাজেদা বেগম বাঁচতে চাই!
উজ্জ্বল হোসেন এক প্রশ্নের জবাবে জানান, সাজেদার চিকিৎসার জন্য ব্যক্তি থেকে শুরু করে সরকারি সাহায্য একান্ত প্রয়োজন।
সাজেদার চিকিৎসার সাহায্যের জন্য তার পরিবারের পক্ষ থেকে একটি নগদ একাউন্ট পাঠানো হয়েছে, যা-০১৭৭০৩০০২৭৯( নগদ) ।
এবিষয়ে কলমা ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান মোঃ নুরুন্নবী চৌধুরী ( বাবু চৌধুরী) বলেন, ভুক্তভোগী সাজেদা বেগম অদ্যবধি আমার সঙ্গে দেখা করেনি সে আসলে তার সাহায্যের আবেদন সহ তার পরিবারের পাশে থেকে পরবর্তী সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
এলাকাবাসীর পক্ষ থেকে মোঃ উজ্জ্বল হোসেন সাজেদা বেগম এর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়ানোর জন্য আবেদন ও অনুরোধ জানিয়েছে।
চেয়ারম্যান মোঃ নুরুন্নবী চৌধুরী ( বাবু চৌধুরী) ও সাজেদার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছে।