মোঃ জান্নাত হুসাইন (রনি)
স্টাফ রিপোর্টার গাজীপুর।
প্রধান উপদেশ্টারকার্যালয় অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর তত্ত্বাবধানে পরিচালিত এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদ (এআইএসসি)-এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাজধানীর গুলশানে হোটেল এবোকাশ এ আয়োজিত এআইএসসির তৃতীয় বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নুরুল কাইয়ুম খান। সভায় ড.আলী আফজাল সভাপতি, আরিফ মাহমুদ ১ম সহ-সভাপতি, মোঃ এবাদুল্লাহ আফজাল ২য় সহ-সভাপতি এবং মোঃ সামছুর রহমান শাহীন ৩য় সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।
নতুন কমিটির সদস্যদের মধ্যে কৃষিভিত্তিক বিভিন্ন খাতের উদ্যোক্তা, বিশেষজ্ঞ ও সংগঠকরা অন্তর্ভুক্ত হয়েছেন। সভায় জানানো হয়, দেশের কৃষি ও কৃষিভিত্তিক শিল্পখাতের উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এআইএসসি ইতোমধ্যেই দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে কৃষিভিত্তিক বিভিন্ন উপখাতের জন্য ন্যাশনাল অকুপেশনাল স্ট্যান্ডার্ডস (এনওএস) প্রণয়ন ও হালনাগাদ, প্রশিক্ষণ মডিউল ও কারিকুলাম উন্নয়ন, প্রশিক্ষক তৈরি, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের অ্যাক্রেডিটেশন ও অ্যাসেসমেন্ট-সার্টিফিকেশন কার্যক্রম চালু করা।
এছাড়া কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, মাননিয়ন্ত্রণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে শিল্প-অ্যাকাডেমিয়া সংযোগ জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে এআইএসসি। মাঠপর্যায়ে কৃষকদের জন্য অনলাইন-অফলাইন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ডিজিটাল কনটেন্ট ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম চালুর পরিকল্পনাও সংগঠনের রয়েছে।
নবনির্বাচিত সভাপতি ড. মোঃ আলী আফজাল বলেন, “বাংলাদেশকে উন্নত ও স্মার্ট দেশে রূপান্তরিত করতে কৃষিভিত্তিক শিল্পে দক্ষতা উন্নয়ন অপরিহার্য। এআইএসসি সেই লক্ষ্যেই কাজ করবে।”
উল্লেখ্য, এই সংবাদ বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন শেখ আবিদ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদ (এআইএসসি)।