শিরোনাম :
বিশিষ্ট সমাজসেবক ও এসআইবিএল পরিচালক নার্গিস মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী আজ “পুলিশের ওপর হামলা মামলার আসামি ইসলামি আন্দোলন বাংলাদেশ- চট্টগ্রাম শাখার এক নেতা। তাকে উক্ত মামলায় গ্রেফতার করা হলে, এর প্রতিবাদে চট্টগ্রামের পাঁচলাইশ থানা ঘিরে দিনভর বিক্ষোভ করে ‘ইসলামী আন্দোলন, বাংলাদেশের’ নেতাকর্মীরা আশুগঞ্জে ১৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিদায়ী সংবর্ধনা জানালেন, হরিণাকুণ্ডুর মুক্তিযোদ্ধা কমাণ্ডার চোর সন্দেহে যুবককে হত্যা চেষ্টা হারুয়ালছড়িতে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ ঝিনাইদহে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার- সার,বীজ উদ্ধারের নাটক সাজানোর অভিযোগে তোলপাড়- মির্জাপুর গোলাপী হত্যা মামলায় স্বামী আব্দুল কাদের শশুর বাড়ী থেকে গ্রেপ্তার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল রাজশাহী মডেল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ইমদাদুল, সম্পাদক হিরো

এস আই টুটুলের জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার : শাকিল খান নিরব
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৮৬৩ বার পঠিত

জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুলের জন্মদিন আজ। বহু জননন্দিত গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন এ শিল্পী। এখন পর্যন্ত জাতীয় পুরস্কার পেয়েছেন চারবার। দারুচিনি দ্বীপের অনবদ্য সঙ্গীত পরিচালনার কৃতিত্ব স্বরুপ প্রথম জাতীয় পুরস্কার পান, এটাই তার সেরা কাজ।এরপর ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, বাপজানের বায়োস্কোপের জন্য গায়ক ও সুরকার হিসেবে পুরস্কার লাভ করেন। ‘নিরন্তর’ সিনেমার জন্য ভারতের চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হন। ‘কেউ প্রেম করে,কেউ প্রেমে পড়ে’,২০০৪ সালে ‘ব্যাচেলর’ সিনেমার এই জনপ্রিয় গানের মাধ্যমে শ্রোতাদের সামনে নতুন ভাবে পরিচিতি পেয়েছিলেন তৎকালীন এল আর বি ব্যান্ডের এই সদস্য,এর কিছুদিন পর ‘হৃদয়ের কথা’ সিনেমায় তাঁর কন্ঠে গাওয়া ‘যায় দিন যায় একাকী’র তুমুল জনপ্রিয়তায় তিনি হয়ে উঠেন সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক,সাথে পেয়েছিলেন হুমায়ূন আহমেদের সাহচর্য। তিনি শুধু গায়ক ই নন,একজন স্বনামখ্যাত সুরকার ও বটে,তিনি ‘এস আই টুটুল’।’ও কারিগর দয়ার সাগর,ওগো দয়াময়’,হুমায়ূন আহমমেদের লিখা এই দরদ মাখা গানটির সুরকার ও গায়ক হচ্ছেন এস আই টুটুল। গানটি ব্যবহৃত হয়েছিল ‘রুপালী রাত্রি’ টেলিছবিতে। মূলত তখন থেকেই হুমায়ূন আহমেদের সাথে সখ্যতা শুরু,এছাড়া আরেক বিখ্যাত গান ‘যদি মন কাঁদে’র সুরকার ও তিনি,নয় নম্বর বিপদ সংকেত,আমার আছে জল,ঘেটুপুত্র কমলা সিনেমা সহ অসংখ্য নাটকে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেন,এমনকি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে বানানো নিরন্তর,দারুচিনি দ্বীপ,কৃষ্ণপক্ষ সিনেমার সঙ্গীত পরিচালক তিনিই, এইসব ছবিতে তিনি গান ও গেয়েছেন। এর বাইরে সিনেমার সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন এর মধ্যে হৃদয়ের কথা, রানী কুঠির বাকী ইতিহাস,রং নাম্বার,তুমি আছো হৃদয়ে,আকাশ ছোঁয়া ভালোবাসা,বাপজানের বায়োস্কোপ অন্যতম। সব কটা ছবিতেই রয়েছে জনপ্রিয় গান এর মধ্যে প্রেমে পড়েছে মন,আমার মাঝে নেই আমি,আদরে আদরে,হও যদি ঐ নীল আকাশ,স্বপ্ন তুমি সত্যি তুমি,দু:খ টাকে দিলাম ছুটি,নদীর নাম ময়ূরাক্ষী,বৃষ্টিবন্দী,ঠিকানা আমার নোটবুকে অন্যতম। সিনেমার গানের বাইরে ‘যায় কি ছেড়া বুকের পাঁজর’ গানটাও বেশ শ্রোতাপ্রিয়তা। গীতিকার কবির বকুলের সঙ্গে তার জুটি বিশেষ হয়ে আছে। এল আর বি ব্যান্ড ছেড়ে দেবার পর ‘ফেস টু ফেস’ ব্যান্ড গড়ে তোলেন,পরবর্তীতে যেটি ‘ধ্রুবতারা’ নামে পরিচিতি পায়। চলচ্চিত্রে প্রথম গান ‘ভালোবাসার মূল্য কত’ ছবিতে,ব্যাচেলর,হৃদয়ের কথা ছবিতে গান গেয়ে জনপ্রিয়তা পাবার পর হয়ে উঠেন অন্যতম ব্যস্ত গায়ক,বেশ কিছু এলব্যাম ও বের করেন।তখনই প্রিয়া আমার প্রিয়া ছবিতে ‘নি:শ্বাস আমার তুমি’ গানের জনপ্রিয়তার পর হয়ে উঠেন শাকিব খানের ছবিতে নিয়মিত গায়ক,এরপর বাণিজ্যিক ছবিগুলোতে স্থুল গান করতে করতে অবনমন ঘটে তাঁর গায়কীর,সঙ্গীত পরিচালনায় অনিয়মিত হয়ে পড়েন। যেটা ছিল হতাশাজনক। নিজের পারিশ্রমিক,ব্যস্ততা বাড়িয়েছেন ঠিকই,কিন্তু শ্রোতাদের কাছে আস্থা হারিয়েছেন। ব্যক্তিজীবনে বিয়ে করেছেন মডেল ও অভিনেত্রী তানিয়া আহমেদকে,রয়েছে দুটি সন্তান। আজ এই জনপ্রিয় গায়ক ও সুরকারের জন্মদিন,শুভেচ্ছা রইল। প্রত্যাশা রইল ভবিষ্যতে নিজেকে আরো সমৃদ্ধ করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com