এস. এস. সি পরীক্ষা ২০২৪
ওয়ারেছ আহাম্মেদ (তাপস) সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
গতকাল ১৫ ফেব্রুয়ারী সারাদেশে একসাথে শুরু হয়েছে এস, এস, সি পরীক্ষা। চাঁদপুর জেলা ফরিদগঞ্জে থানাধীন গল্লাক নোয়ার আলী উচ্চ বিদ্যালয়ে ফরিদগঞ্জ কেন্দ্র ০২ এর তথ্য চিত্র তুলে ধরা হলো- এই কেন্দ্রে সর্ব মোট ছাত্র-ছাত্রী ৭৪৯ জন
পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। আজ বাংলা ১ম পত্র পরীক্ষা শুরু হয়। বিজ্ঞান শাখা থেকে ১২০ জন ছাত্র ও১৭৭ জন ছাত্রী। বানিজ্য শাখা থেকে ১৪৬ ছাত্র ও ১৩০ জন ছাত্রী- মানবিক শাখা থেকে ০৮ জন ছাত্র ও ১৬৮জন ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা থাকলেও ০৬ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে নাই। এই কেন্দ্র সর্বমোট ০৮টি বিজ্ঞালয়ের ছাত্র ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে। বিদ্যালয় গুলো হলো- গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়, বড়গাঁও উচ্চ বিদ্যালয়, আষ্টা মহামায়া উচ্চ বিদ্যালয়, শোল্লা স্কুল এন্ড কলেজ, মুন্সিরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়, উভারামপুর এন ইসলাম আদর্শ বালিকা বিদ্যালয়, বাসারা উচ্চ বিদ্যালয়, ও লক্ষীপুর গফুর চৌধুরী উচ্চ বিদ্যালয় । উত্ত কেন্দ্রে কেন্দ্র সচিব হলেন মোঃ আব্দুল হান্নান প্রধান শিক্ষক গল্পাক নোয়াব আলী উচ্চচ বিদ্যালয়। সহকারী কেন্দ্র সচিব জনাব আরিফুর রহমান অধ্যক্ষ শোল্লা স্কুল এন্ড কলেজ এবং হল সুপারের দায়িত্বে ছিলেন লোকমান হোসেন প্রধান শিক্ষক আষ্টা মাহামায়া উচ্চ বিদ্যালয় ও মোঃ আবুল কাশেম প্রধান শিক্ষক মুন্সির হাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয় এ ছাড়া ও শ্রেণি পর্যবেক্ষক হিসাবে ৪৮ জন সহকারী শিক্ষক দায়িত্ব পালন করেন। এ সকল দায়িত্ব প্রাপ্ত ব্যাতি ছাড়াও আইন শৃংখলা বাহীনির লোক ছিলেন। এই কেন্দ্রের পরিবেশ খুবই ভালো ছিল। ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক সুন্তুষ্ট ছিল। আগামী পরীক্ষা গুলোতে যেন এই পরিবেশ থাকে এই আশানুরূপ অভিভাবক ও ছাত্র-ছাত্রী সকলের।