ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে জেলা পুলিশ, কুষ্টিয়ার উদ্যোগে আজ কুষ্টিয়া জেলার সকল থানায় অনুষ্ঠিত হল আনন্দ উৎযাপন অনুষ্ঠান। এসময় জনাব মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় কুষ্টিয়া মডেল থানায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটি পালনের লক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলার উর্দ্ধতন অফিসারগণ যথাক্রমে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় জনাব মোঃ সাজ্জাদুর রহমান রাসেল, এস্টেট এন্ড ওয়েল ফেয়ার অফিসার, রেঞ্জ ডিআইজি অফিস, খুলনা, ইবি থানায় জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), ভেড়ামারা থানায় জনাব মোঃ ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), খোকসা থানায় জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, দৌলতপুর থানায় জনাব মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুশিল সুপার, ভেড়ামারা সার্কেল এবং মিরপুর থানায় জনাব মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়া একযোগে ঐতিহাসিক দিবসটি উদযাপনের লক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটির অনুষ্ঠানের আনন্দঘন পরিবেশে পুলিশ সদস্যগণ ছাড়াও অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্কুল/মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব ও সাধারণ জনগণ।
Leave a Reply