রাজবাড়ী জেলার অালাদিপুর গ্রামে বজ্রপাতে ১ ব্যাক্তির মৃত্যু হয়েছে।৭ই অাগষ্ট দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ব্যাক্তির নাম মতিন শেখ। সে রাজবাড়ী উপজেলার অালাদিপুর নিবাসী মোঃ হযরত শেখের বড় ছেলে।। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন পরিবার সহ গ্রামবাসী।
Leave a Reply