আশীষ বিশ্বাস
সিনিয়র স্টাফ রিপোর্টার
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫ প্রতিযোগিতায় রোবট আবিষ্কার করে দেশসেরা হলেন নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় এই প্রতিষ্ঠানের তিনজন মেধাবী শিক্ষার্থী গোল্ড মেডেল অর্জন করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
বাংলাদেশের প্রযুক্তি শিক্ষার মানচিত্রে আবারও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর।
একইসাথে জুনিয়র গ্রুপে প্রতিষ্ঠানের অপর একটি দল সম্মানজনক ৪র্থ স্থান অর্জন করে, যা প্রমাণ করে প্রতিষ্ঠানটি এখন উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দেশের অন্যতম শীর্ষ নাম।
এছাড়াও হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে আট জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
বিশেষভাবে উল্লেখযোগ্য—প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়, শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও উদ্ভাবনী কাজের উপহারস্বরুপ বিজয়ী দলকে প্রায় ১ লক্ষ টাকা বৃত্তি প্রদান করেছেন।
এই অসাধারণ পদক্ষেপ কেবল একটি পুরস্কার নয়, বরং তরুণ উদ্ভাবকদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক অবিচল অঙ্গীকার।
আগামী মাসে এই তিন প্রতিভাবান শিক্ষার্থী সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
তাংঃ ১৬-১০-২০২৫ ইং
Leave a Reply