শিরোনাম :
গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভাঙনের থাবায় গলাচিপার পাকা সড়ক নদীগর্ভে, যোগাযোগ ব্যবস্থা হুমকিতে যশোর সদর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র‍্যালি অপসংবাদিকতা ও সহিংসতার ছায়ায় গণমাধ্যমের সংকট মোহাম্মদ আলী হাসপাতালে জাতীয় মানবাধিকারের উদ্যোগে ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে ক্ষতিগ্রস্থদের জমির ন্যায্য মূল্যের দাবিতে সড়ক অবরোধ জলঢাকায় ভোক্তা অধিকারের অভিযান, দুইজনকে জরিমানা। রাঙ্গাবালীতে চাঁদার টাকা না দেয়ায় দলীয় প্রভাব খাটিয়ে জমি ও মাছের ঘের দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা পটুয়াখালী জেলা বিএনপির নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নিহত এক

কক্সবাজারের শীর্ষ তিন বাহিনীর সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৪৩৫ বার পঠিত

মোহাম্মদ সোহেল আরমানঃ কক্সবাজার শহরে আশু আলী বাহিনী ও রায়হান রকি বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছে। সোমবার (৩১ মে) বিকেল ৫টার দিকে শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া সি কদার বাজারে এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, টেকপাড়া এলাকার সাহেদ (২২) ও দক্ষিণ রুমালিয়ার ছড়ার রায়হান (২৩)। এ ঘটনায় হাসান নামে আরও একজন গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সদর হাসপাতালে আহত হাসান জানান, তাকে অপরহরণ করে নিয়ে যায় আশু আলী বাহিনীর সদস্যরা। তাকে রায়হান ও রকি বাহিনী উদ্ধার করতে গেলে ঘটনার সূত্রপাত হয়।

স্থানীয়রা বলছেন, শহরের রুমালিয়ার ছড়া, এবিসি ঘোনা, চেয়ারম্যান ঘাটা, সমিতি বাজার, সিকদার বাজার, উপরের দোকান, সাহিত্যিকা পল্লী, বিজিবি ক্যাম্প ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা, পল্লাইন্না পাড়া, পাহাড়তলী, বাদশা ঘোনা, ফাতের ঘোনা, বৈদ্য ঘোনা ও জেল খানার মাটিয়াতলীসহ আশপাশে এলাকায় সক্রিয় রয়েছে রকি বাহিনী, আশু আলী বাহিনী, সাদ্দাম বাহিনী, আবছার বাহিনী, হাসনাত বাহিনী, রায়হান বাহিনী, তারেক বাহিনী, হামিদ—রায়হান বাহিনী, সালমান বাহিনী, রাদি বাহিনীসহ আরও একাধিক দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী।

এসব সন্ত্রাসীরা জমি দখল, অপহরণ, চাঁদাবাজি, মাদক পাচার—ছিনতাইসহ নানা অপকর্ম করে যাচ্ছে। তাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লেগে রয়েছে দ্বন্দ্ব। সম্প্রতি পুলিশের অভিযানে সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম অস্ত্রসহ আটক হলেও তার রাজত্ব চালাচ্ছে আশু আলী বাহিনী। এই আশু আলী বাহিনীর সাথেই রকি ও রায়হান বাহিনীর প্রায় সময় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়ে আসছে। সর্বশেষ আশু আলী বাহিনীর সাথে রায়হান—রকি গ্রুপের নিজেদের মধ্যে জমির ভাগভাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস জানান, দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গুলিবিদ্ধ হয়ে তারা মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের আটকে পুলিশের অভিযান শুরু হয়েছে। অচিরেই পর্যটন শহরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, সবকিছু আমরা তদন্ত করছি। তদন্তের স্বার্থে অনেক কিছু বলা যাচ্ছে না। তবে ঘটনা যারা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, প্রতিদিন আমরা সন্ত্রাসী ও কিশোর গ্যাং ধরতে অভিযান চলছে। ইতোমধ্যে সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com