কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজার সদর উপজেলা পিএমখালী আব্দুল গফুর এর বাসায় ভাড়ায় থাকা বশির আহমদ নামের একজনের বাসা থেকে এক লক্ষ বিশ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ( ০৮.০৩.২০২১ ইং রোজ সোমবার) রাত আনুমানিক সাড়ে আটার সময় জেলা গোয়েন্দা ডিবির ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে তার বাসার ভাড়ায় থাকা ব্যবসায়ী বশির আহমদ(৩৮)
এর কক্ষ হতে স্থানীয় জনগন ও সংবাদকর্মীদের উপস্থিতিতে এই ইয়াবা জব্দ করা হয়। তিনি বান্দরবান জেলা নাইক্ষ্যংছড়ি জারুলিয়া ছড়ি এলাকার মৃত গোলাম শরিফ এর পুত্র বলে জানা যায়।
অভিযান করার পূর্বেই পুলিশের উপস্থিতি টের পেয়ে বশির পালিয়ে যায় বলে জানা গেছে। পলাতক বশিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আইন শৃঙ্খলা বাহিনী ।