কক্সবাজার জেলা প্রতিনিধিঃ ১৫/০৪/২০২১ তারিখ রাত আনুমানিক রাত ১০: ঘটিকার সময় গোপন সংবাদের নিক্তিতে কক্সবাজার সদর মডেল থানাধীন জেলা ডিবি ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি চৌকস টিম পূর্ব কলাতলী বখতিয়ার ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজসহ বাদশা ঘোনা এলাকার, আব্দুর রশিদের ছেলে,রায়হান(২১)কে গ্রেপ্তার করে ০১ নং ওয়ার্ড ঝিলংজা কক্সবাজার।
অস্ত্র ও কার্তুজসহ আসামীকে উপস্থিত স্থানীয় জনগণ সাক্ষীদের সামনেই জব্দ করা হয় ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে।তাছাড়া বিজ্ঞ আদালতে আসামী রায়হানের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা বিচারাধীন রয়েছে।