কক্সবাজার প্রতিনিধিঃ ১৪/০৪/২০২১-ইং তারিখ বেলা ৩:১০ ঘটিকার সময় গোপন সংবাদের নিক্তিতে মহেশখালী থানার একটি চৌকশ টিম বিশেষ অভিযান পরিচালনা করে।মহেশখালী থানাধীন সোনাদিয়া দ্বীপে বোট ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতদলের আসামীরা হলেন মোঃ হোছন এর ছেলে,নুরুল কবির (৩০) -মৃত আব্দুল খালেক এর ছেলে,শওকত(২০) সাহাবমিয়া সর্ব এর ছেলে,রবিউল হাসান (১৯) সাং-মিঠাছড়ি,শাপলাপুর,মাওলানা মোস্তাফিজুর রহমানের ছেলে, মোস্তফা কামাল প্রকাশ (মিসু) (২২) , সাং-আদারঘোনা, কালারমারছড়া, ওসমান গনির ছেলে, রফিকুল হাসান (১৮) সাং-আদারঘোনা, কালারমারছড়া ও -আসদ আলীর ছেলে, জিয়াবুল (২৪) সাং-ধলঘাটাদের
আটককৃত ডাকাতদের কাজ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও রামদা তাদেরকে স্থানীয় জনগণের সহায়তায় গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া কার্যক্রম চলছে।