জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখা।
কক্সবাজার সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সভাপতি মোঃ নুরুল আজিম কনক কোম্পানির সভাপতিত্বে,এ কে এম রিদওয়ানুল করিম এর সঞ্চালনায়, বুলবুল জান্নাত এর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ১১টায় স্কাস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (এসটিটিসি) হল রুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সভাপতি মোঃ নুরুল আজিম কনক কোম্পানি, সাধারণ সম্পাদক ফাতেমা আনকিজ ডেইজির, স্কাস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (এসটিটিসি) চেয়ারম্যান মারুফ বিল্লাহ জাবেদ,
জাফর আলম, রিদুয়ানুল হক, জাকির হোসাইন,
উপস্থিত ছিলেন : লাইনস ক্লাব অব কক্সবাজার ফ্রিডম এর ডিরেক্টর শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।