চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দুটি পৃথক গ্রামে অভিযান চারিয়ে বিজিবি তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন, জেলার ভোলাহাট উপজেলার কুমিরজান গ্রামের এতাজউদ্দীনের ছেলে মো. রফিকুল (৫০), চামুচা গ্রামের আজিম উদ্দিনের ছেলে আল আমিন (২২) এবং মফিজউদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (২০)।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, রহনপুর বিজিবি ব্যাটালিয়নের একটি দল জেলার ভোলাহাট উপজেলার কুমিরজান এবং চামুচা গ্রামে
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালায়।
কুমিরজান গ্রামের রফিকুলের বাড়ি থেকে ১৩৫ কেজি ‘ভারতীয় কচ্ছপের হাড়’ উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চামুচা গ্রাম থেকে আল আমিন এবং মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
একই গ্রামের বাবুল হোসেনের ছেলে ভারত থেকে চোরাইপথে কচ্ছপের হাড়গুলো নিয়ে এসেছিলেন। তিনি পলাতক রয়েছেন বলেন তিনি।
এ ব্যাপারে ভোলাহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply