শিল্প- কলকারখানা ও বিভিন্ন গার্মেন্টস খোলার খবরে ঢাকামুখী হয়েছে দক্ষিণ অঞ্চলের মানুষ। গণপরিবহন বন্ধ থাকলেও শনিবার (৩১জুলাই) মাদারিপুর শিবচরে বাংলাবাজার ফেরিঘাটে ঢাকামুখী কর্মজীবী মানুষের ঢল দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে রয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা খোলা পিকআপ, পণ্যবাহী ট্রাক, থ্রি হুইলার, রিক্সা- ভ্যানের চেপে গাদাগাদি করে ঢাকায় উদ্দেশ্যে ফিরছেন। ভোর থেকে রাজধানীমুখী যাত্রীদের সংখ্যা বেড়েই চলেছে বাংলাবাজার – শিমুলিয়া নৌরুটে। ফেরিতে লকডাউন এর কারণে যাত্রী পারাপার বন্ধ থাকার নির্দেশনা থাকলেও গত ২৩শে জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে শিবচরে বাংলাবাজার- শিমুলিয়া নৌরুটের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে নৌরুটে ৪টি রোরো ৪টি কেটাইপ সহ মোট ১০টি ফেরি চলাচল করছে। এছাড়া শনিবার সকাল থেকে যাত্রীদের চাপ চোখে পড়ার মতো ছিল। ঘাটে অ্যাম্বুলেন্স , পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস , প্রাইভেটকারসহ ছোট-বড় অসংখ্য গাড়ি পারাপার হচ্ছে ফেরিতে। কিন্তু পদ্মার পানি বৃদ্ধি পাওয়ার কারণে তীব্র স্রোতের ফেরি পারাপারের দীর্ঘ সময় লাগছে।
মোঃ আক্কাস আলী নামে এক যুবক বলেন- কালকে থেকে কারখানা খুলবে। এতদিন তো গ্রামের বাড়িতেই ছিলাম, কালকে থেকে কাজে যেতে হবে ।তাই আজকেই ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরি ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ সালাউদ্দিন আহমেদ বলেন-নৌরুটে শনিবার সকাল থেকে ১০টি ফেরি চলছে। জরুরী পণ্যবাহী ট্রাক, পন্যসেবা, অ্যাম্বুলেন্স, রোগী ও লাশবাহী গাড়ি পারাপার করা হচ্ছে। এই মুহূর্তে যাত্রীদের ভিড় থাকার কারণে ফেরিতে যাত্রীদের বহন করা হচ্ছে।
Leave a Reply